যশোরের মণিরামপুরে অভিযান চালিয়ে তিনটি তক্ষক ও ৩০ হাজার টাকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিপ্রোকোনা গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে থেকে তক্ষকগুলো উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার বিশ্বজিৎ মণ্ডল কেশবপুর উপজেলার মনোহরনগর গ্রামের বিকাশ মণ্ডলের ছেলে এবং আব্দুল খালেক ভোলার দৌলতখাঁ দক্ষিণ জয়নগরের ইউনুস আলীর ছেলে।
এ ঘটনায় ডিবির এসআই রাজেশ কুমার দাস বাদী হয়ে রবিবার (৩০ জানুয়ারি) সকালে মণিরামপুর থানায় একটি মামলা করেছেন।
আরও পড়ুন: পলাশবাড়িতে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪
মামলার বিবরণে জানা গেছে, শনিবার রাতে মণিরামপুরের বিপ্রোকোনা গ্রামের আমজেদ আলীর ছেলে রেজাউলসহ একটি চক্রের তক্ষক কেনাবেচা করার খবর পেয়ে রাত পৌনে ১০টায় সেখানে অভিযান চালায় ডিবি। এসময় রেজাউল পালিয়ে গেলেও ধরা পড়েন বিশ্বজিৎ ও আব্দুল খালেক। বিশ্বজিতের কাছ থেকে বাজারের ব্যাগে থাকা তিনটি তক্ষক ও আব্দুল খালেকের কাছ থেকে ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান তক্ষক উদ্ধারের ঘটনায় থানায় মামলার বিয়ষটি নিশ্চিত করেছেন।